” সাহিত্য প্রবাহ সাপ্তাহিক সেরা ”   (০১/ ০৪/২০১৮)

0
1596

 ” সাহিত্য প্রবাহ সাপ্তাহিক সেরা “
                (০১/ ০৪/২০১৮)
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

প্রথমে এপ্রিল ফুল প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়, এপ্রিল ফুল মুসলিম ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা। দুঃখজনক হলেও সত্য যে, পাশ্চাত্যের কায়দায় মুসলিম দেশগুলোতেও প্রতি বছর কিছু লোক এপ্রিল ফুল ডে পালন করে যাচ্ছে অবলিলায়। ভাগ্যের নির্মম পরিহাস আজ বহু মুসলিম সে ইতিহাস ভুলে গিয়ে এপ্রিলের দিনটিকে স্বাচ্ছন্দে অংশ গ্রহণ করছেন এবং প্রচুর কৌতুক ও রসিকতা উপভোগ করছেন। সেদিন ছিল ১৪৯২ সালের ১ এপ্রিল। ইউরোপের বুকে খ্রিষ্টান বাহিনী ধোকা দিয়ে শহরে প্রবেশ করে অসহায় মুসলিম নারী-পুরুষ, শিশুদের মসজিদের ভেতর আটকে রেখে। পরে একযোগে শহরের সমস্ত মসজিদে আগুন লাগিয়ে বর্বর উল্লাসে মেতে ওঠে বিধর্মী হায়েনার দল । ভাগ্যের নির্মম পরিহাস সে দিন স্পেনের কুখ্যাত ফার্ডিন্যান্ড আল্লহর ঘর পবিত্র মসজিদের চারি পার্শ্বে আগুন লাগিয়ে নৃশংসভাবে হাজার হাজার নিরপরাধ মুসলমানদেরকে হত্যার মাধ্যমে বিশ্বাস ঘাতকতার পরিচয় দেয় এবং রক্তে রঞ্জিত করে গ্রানাডার রাজপথ এবং তাদেরকে জোরপূর্বক খৃস্টান বানায়। ফার্ডিন্যান্ড সে দিন আনন্দে আত্মহারা হয়ে বলে ছিল “হায় মুসলমান! তোমরা এপ্রিলের বোকা।” স্পেনীয়দের দ্বারা মুসলমানদের বোকা বানানোর এই নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা বা শঠতা স্মরণীয় রাখার জন্য খৃস্টান জগৎ প্রতি বছর ১লা এপ্রিল রসিকতার এ খেলা খেলে। অথচ এই খেলাটি আমাদের কাছে বড় করুণ , বড় বেদনার ! ইতিহাসের এ হৃদয়বিদারক ঘটনা মানবতাকে সেদিন খুন করেছিল। এ দিনটি কখনো ভুলে যাবার নয়।

((এসপ্তাহের সাপ্তাহিক সেরাদের নাম নিচে ঘোষণা করা হলো -))

সাপ্তাহিক সেরা এডমিন
☆☆ কবি উমা চক্রবর্তী

সাপ্তাহিক সেরা লেখক
☆☆ লেখক : মোহাম্মদ মিজানুর রহমান
সেরা লেখা : স্বাধীনতার স্বরলিপি

☆☆ কবি হেমন্ত সরখেল
কবিতা : “অবাস্তব “বলতে পার !

☆☆ কবি রাফিয়া সুলতানা
কবিতা: বাঁধন

☆☆ কবি খায়রুল কবির
কবিতা: এ যে আমার মায়ের কোল

সর্বদা সাহিত্য প্রবাহের পাশে পাবার প্রত্যয় ব্যক্ত করে বিজয়ী সাপ্তাহিক সেরা এডমিন ও সাপ্তাহিক সেরা কবিদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছান্তে –

☆ সাহিত্য প্রবাহ নির্বাহী কমিটি ☆