সাহিত্য প্রবাহ সাপ্তাহিক সেরা – ১০/০৬/২০১৮

0
2485

( সাহিত্য প্রবাহ সাপ্তাহিক সেরা – ১০/০৬/২০১৮ )
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

সময়ের গতি দুর্বার…সময়ের সাথে তাল দিয়ে সৃজনশীল কবিদের লেখা ও ছন্দে ছন্দে সাফল্যের সঙ্গে ” সাহিত্য প্রবাহ ” সকল সাহিত্যাঙ্গনের সাথে এগিয়ে চলছে সপ্তাহের পর সপ্তাহ ধরে । আর এ দুরন্ত গতি আরো আকর্ষণীয় ও বেগবান করে তুলছে সাহিত্য প্রবাহের প্রতিদিন নতুন নতুন কবিদের আগমনী জোয়ার ।
প্রিয় সাহিত্য প্রবাহের সাপ্তাহিক সেরা কবিদের সেরা কবিতার সম্মাননা স্মারক দেওয়ার দিন আজ ! তাই মাননীয় কবিদের সন্মান জানিয়ে সাপ্তাহিক সেরা লেখক ও কবিদের নাম ঘোষণা করা হলো।

☆☆ লেখক : জলিল সরকার
সংলাপ কাব্য : আগন্তুক

☆☆ কবি জি এম রুহুল আমিন
কবিতা: নিঠুর দেবতা তুমি

☆☆ কবি শামছুন নাহার শামছি
কবিতা: মাটির মায়া

☆☆ কবি বন্দনা সরখেল
কবিতা : মেকী দম্ভ

☆☆ কবি এস. এম. শামসুদ্দিন
কবিতা: যাকাতের বিধান

☆☆ কবি আজিজুল হাকিম
কবিতা: যখন আমার মেঘলা আকাশ

বিজয়ী লেখক ও কবিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা বিজয়ী হতে পেরেছেন কিবা যারা এবার পারেননি আপনাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে /শুভকামনায়
—–সাহিত্য প্রবাহ নির্বাহী কমিটি —-