সময়ের সেরা জনপ্রিয় তরুন নাট্য অভিনেতা বেলাল আহমেদ মুরাদ

0
1629

শাহিন আলম (চ্যানেল প্রবাহ)

কৌতূকের মাধ্যমে শিক্ষনীয় নাটকে অভিনয়ে করে আজ সেরাদের সেরা জনপ্রিয় তরুন নাট্য অভিনেতা বেলাল আহমেদ মুরাদ। মুরাদ তার বন্ধুদের নিয়ে “গ্রীন বাংলা” নামক ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা করেন।সিলেটের আঞ্চলিক ভাষায় কৌতূকের মাধ্যমে শিক্ষনীয় নাটক করে দর্শক ভক্তবৃন্দের মন জয় করে নেন বেলাল আহমেদ মুরাদ।  দেখা যায়, তার(বেলাল আহমেদ মুরাদ) নাটক সমাজসেবা মূলক শিক্ষনীয় নাটক দেখে অনুপ্রাণিত হয়ে ভালো কাজে যোগদান করে, অসৎ পথ ত্যাগ করে আলোর ভূবনে আবার ফিরে আসে। “গ্রীন বাংলা” ইউটিউব চ্যানেলের প্রধান প্রতিষ্ঠাতা বেলাল আহমেদ মুরাদ। এই জনপ্রিয় নাট্য অভিনেতার একটা উক্তি রয়েছে সেটি হচ্ছে “আসুন দেখে বদলাই, শিখে বদলাই”। মুরাদের প্রায় ভক্তবৃন্দের ফেইসবুক আইডির প্রোফাইলের বায়ো ইনফো তে এ উক্তি ব্যবহার করতে দেখা যায়। তিনি তার নাটকের মাধ্যমে বাস্তবের চিত্র ফুটিয়ে তুলে ধরেন। গত কয়েক সপ্তাহ আগে মুরাদ তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১লক্ষ সাবস্ক্রাইবার তথা ফ্যান হওয়ায় ইউটিউব থেকে সিলভার বাটন লাভ করেন এবং এর আগেও তিনি তার গ্রীন বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সিলভার বাটন লাভ করেন ইউটিউব হতে। বেলাল আহমেদ মুরাদ-এর গ্রীন বাংলা’য় বেলাল আহমেদ মুরাদ সহ নিয়মিত যারা অভিনয় তারা হলেনঃ- আলি মাজেদ, আসদ আহমদ, আকবর হোসেন, মিজানুর রাহমান শামিম, বিপ্লব এষ, শাহ ফাহিম মাহমুদ, আবিদুল ইসলাম রিমন,হায়দার,মিনহাজ ফয়সল,আদনান আহমেদ, রাজ, তানভির মাহমুদ বাপ্পি, বাদল সহ আরো অনেকে। বেলাল আহমেদ মুরাদ ২০০৭সালে বৈশাখী টিভিতে “পদ্মকুড়ি তারকা”ভূষিত হয়ে লাভ করেন।তার এই নাট্য অভিনয়ে নাট্য পরিচালকদের মনে নজর কাড়ে, তাইতো একুশে টেলিভিশন-ইটিভির ছক্কা পাঞ্জা জাতীয় নাটকে কয়েকটি পর্বে অসাধারন অভিনয় উপহার দেন। দর্শক ও ভক্তবৃন্দের মতে, ছক্কা পাঞ্জা নাটকটি বেলাল আহমেদ মুরাদের কারনে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। এই জনপ্রিয় নাট্য অভিনেতার অসংখ্য ভক্তবৃন্দ (ধারণা মতে প্রায় ১লক্ষ ৫০হাজার+) রয়েছে দেশে-বিদেশের প্রবাসে।