শাহিন আলম
(চ্যানেল প্রবাহ)
বিস্তারিতঃ
আজ থেকেই এফডিসিতে শুরু হবে কাজী হায়াৎ পরিচালিত “বীর” ছবির শুটিং। নায়িকা ছাড়াই শুটিং শুরু করতে যাচ্ছেন এ সিনেমার ছবিটি। চ্যানেল প্রবাহ নায়িকা সমন্ধে জানতে চাইলে পরিচালক কাজী হায়াৎ বলেনঃ- এখনো আমরা নায়িকা কাকে নিবো এনিয়ে ভাবছি। নায়িকা বাছাই হলে খুবই শিঘ্রই আপনারা জানতে পারবেন।”এতে কোনো সমস্যা হবেনা ভক্ত ও দর্শক মহলের বলে আশা ব্যক্ত করেন কাজী হায়াৎ
শুটিং শুরুর পূর্বেই “বীর” ছবির জন্য হল বুকিং শুরু হয়ে গেছে। এটা ইতিহাসে বিরল। এর আগেও এমনটি হলেও সেটা হতো কোনো দিবসে বা ঈদ সিজনে। কিন্তু এবার তা ভিন্নরকম। সিনেমা হলের লোকেরা বলছেনঃ- এই “বীর” ছবির গল্প অনেক ভালোমানের, যা নিয়ে আমাদের নিরাশ হতে হবে না। তার উপর শাকিব খানের ভক্তদের উপচে পরা ভিড় থাকতে পারে। আশা করি দর্শকদের মন জয় করবে এই “বীর” ছবির সিনেমাটি।”
যেসমস্ত সিনেমা হল ইতিমধ্যেই বুকিং করে নিয়েছেন সেসমস্ত সিনেমা হল হলো:-
ছায়াবাণী –
সাগরিকা –
সিনেমা প্লেস –
মধুমতি –
সত্যবর্তি –
আশা –
এবং আরও বেশ কিছু সিনেমা হলের বুকিং চলছে।
“বীর” ছবির সিনেমাটির জন্য রইলো শুভ কামনা।