ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ১৩ তম আসরে ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছেন।

0
130

ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর
১৩ তম আসরে ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছেন।
রিপোর্ট : সজীব আল হোসাইন

দোহার ভেনিস ঐক্য একাদশ বনামসি,বি, এন মনফালকোনে।ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের সেমিফাইনাল খেলার রেজাল্ট।দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হন দোহার ভেনিস ঐক্য একাদশ বনাম প্রাণের মুন্সিগঞ্জ বিক্রমপুর ক্রিকেট টিম। মুন্সিগঞ্জ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।


মুন্সিগঞ্জ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে একশ ১৩৫ রান সংগ্রহ করেন। দুয়ার ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে কোচিং খেলা কে সহজ করে।। ৭ উইকেটে জয়লাভ করে দোহার ভেনিস ঐক্য একাদশ। খেলা ম্যান অব দ্যা ম্যাচ হল।(জাহীদ ৫০ রান)দ্বিতীয় সেমিফাইনাল খেলা মুখোমুখি হন।


লাল সবুজ শরীয়তপুর বনাম সি,বি এন মনফালকোনে। সি,বি এন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তনেন। লাল সবুজ ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে নির্ধারিত ও বাড়ে মাত্র ৮২ রান সংগ্রহ করেন ,জবাবে মন ফাল্গুন খুব সহজে ই ৬ কেটে জয় লাভ করেন। উক্ত খেলা ম্যান অফ দ্যা ম্যাচ হন (শরিফ দুর্দান্ত বল ৪ উইকেট)ভেনিস বাংলা স্কুলের ক্রিকেট টুর্নামেন্টে ২০২২ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের দিনের ২টি খেলা সফল হয়েছে।
আফাই আলী,


নুরে আলম,ইফতেখার সেত,নাসির উদ্দিন পান্না, সোহেল মিয়া,সুমন সরকার,হান্নান মিয়া, ফারুক মিয়া, কামরুজ্জামান উজ্জ্বল,মিজানুর রহমান, আব্দুর রহমান, রিয়াজুল ইসলাম, কবির মাহমুদ,মোঃ আশিক ও সৈয়দ কামরুল সারওয়ার। ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে।