নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২য় টি ২০ ম্যাচে ৪ রানে জয়ধ্বণি টাইগার শিবীরে।

0
358

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২য় টি ২০ ম্যাচে ৪ রানে জয়ধ্বণি টাইগার শিবীরে।
কাজী মাহফুজ রানা , ভেনিস ইতালি।

<<<<<<<<<<>>>>>>>><<<<<<<<>>>>>>>>>>

দিন দিন বিশ্বের ক্রিকেট প্রেমীদের প্রিয় হয়ে উঠেছে
লাল সবুজের টাইগার বাহিনী। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্ল্যাহ রিয়াদ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে টাইগাররা আরো গর্জে উঠে। অধিনায়ক মাহমুদুল্ল্যাহর বাহিনী ব্যাটে বলে দারুণ নিপূণতায় কাঁপিয়ে তুলে নিউজিল্যান্ড শিবীর।


দ্বিতীয় টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলের হয়ে যারা খেলেন তারা হলেন – মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


এ ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে পেসার বেন সিয়ার্সের। জ্যাকব ডাফির জায়গায় খেলছেন তিনি। নিউজিল্যান্ড দলে মোট দুটি পরিবর্তন আনা হয়েছে। ব্লেয়ার টিকনারের জায়গায় খেলছেন হামিশ বেনেট।

নিউজিল্যান্ড দলের হয়ে যারা খেলেন তারা হলেন –
টম ল্যাথাম (অধিনায়ক), রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।

বাঁ হাতি স্পিনার এজাজ প্যাটেলকে দিয়ে আক্রমণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম বলেই তাঁকে মিডউইকেটে তুলে মেরে লক্ষ্যটা বুঝিয়ে দেন ওপেনার মোহাম্মদ নাঈম। দ্বীতীয় ম্যাচ জেতার গুটি চলতে থাকে সেখান থেকেই। টাইগাররা প্রথমে ১৪১ রান করে বলিংয়ে নেমে ঠান্ডা মাথায় আক্রমনাত্বক খেলা খেলে কাটার মুস্তাফিজের হাতে নিউজিল্যান্ড দূর্গ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে গড়িয়ে পড়ে।

সবশেষে ৪রানের জয়ধ্বণিতে প্রকম্পিত হয়ে উঠে মাঠ ও নেট দুনিয়ায়।পাঁচ ম্যাচ সিরিজে ২-০ রেজাল্ট নিয়ে এগিয়ে থাকে মাহমুদুল্ল্যাহ রিয়াদের লাল সবুজের টাইগার বাহিনী।