দিল্লির শ্বশানে জ্বলছে বেশুমার চিতা।ঠাঁয় মিলছে না কবরেও। করোনা প্রকোপে ভারত যেন মৃত্যু পুরী ! চ্যানেল প্রবাহ নিউজ ডেস্ক ।
“”””””””””””””‘”””””””””””””””””””””””””””””””‘’””””””””””””””””””””””
রয়র্টার্সের সাড়া জাগানো ড্রোনের তোলা ছবিতে বিস্মৃত সারা দুনিয়া। ভারতের রাজধানী দিল্লির এক শ্বশানে জ্বলছে সারি সারি চিতা। ছবিটি ইতোমধ্যে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। ট্রিপল মিউট্যান্ট বা তিনবার রূপ পরিবর্তনকারী তিনগুণ বেশি শক্তিশালী নতুন করোনার সন্ধান মিলেছে ভারতে। যা টিকা নিলেও প্রতিরোধ করা সম্ভব নয়। এতে দেশটির চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফলে হাসপাতাল থেকে লাশ সরাতে সরাতেই ক্লান্ত হয়ে পড়ছেন দেশটির কর্মীরা।
রাজধানী নয়াদিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যের হাসপাতালে একেবারেই অক্সিজেন নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।সদ্য বিবাহিত অনেকের দেহ , কখনো বৃদ্ধ , মাঝ বয়সী এমনকি ৫ বছরের শিশুরাও রেহাই পাচ্ছে না করোনার হাত থেকে। মৃত্যুর মিছিল এভাবে চলতে থাকলে গণকবর ও গণচিতা ছাড়া কিছুই করার থাকবে না।২৩ এপ্রিল শুক্রবার ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটিতে মোট ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হলেন।