চ্যানেল প্রবাহ লাইভে দুই বাংলার ৫ ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত পারফরমেন্সে বিমোহিত দেশ-বিদেশের দর্শক ।

0
1052

চ্যানেল প্রবাহ লাইভে দুই বাংলার ৫ ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত পারফরমেন্সে বিমোহিত দেশ-বিদেশের দর্শক । রিপোর্ট : জিয়া শাহিন ।

ক‌রোনায় বদ্ধ ঘরে ব‌ন্দি থাকা শিশু‌দের নি‌য়ে মনমুগ্ধকর জমজমাট লাইভ অনুষ্ঠান করল চ্যা‌নেল প্রবাহ। অনুণ্ঠা‌নে দেশ বিদে‌শের অগ‌নিত দর্শক‌দের বি‌মো‌হিত কর‌লেন ভারত বাংলা‌দে‌শের ৫ শিশু শিল্পী। এরা হল বালা‌দে‌শের চার ক্ষ‌ুদে শি‌ল্পি সাইবাহ আহ‌মেদ, জা‌রিফ জাওয়াদ ও‌হি , ওয়া‌জিহা আহনাফ শৈত্য , শ্রমণাা শ্রাবন্তী তিস্তা এবং ভার‌তের মাস্টার ঋ‌দ্ধিমান ব্যানার্জি। দেড় ঘন্টা ব্যা‌পি লাইভ অনুষ্ঠা‌নে শিশু‌দের ক‌ন্ঠে আবৃ‌ত্তি, গান নৃ‌ত্যে দর্শকরা ছিল অ‌ভিভূত। বি‌শেষ ক‌রে শৈত্য আর ওহির হৃদয় কাড়া আবৃ‌ত্তি, সাইবাহ’র আঞ্চ‌লিক গান ও নৃত্য ,শ্রমণাা শ্রাবন্তী তিস্তা এবং শিল্পি ঋ‌দ্ধিমা‌নের গানগু‌লো দর্শক‌দের বি‌স্মিত করে‌ছে। অনলাই‌নে দেশ‌-বি‌দে‌শের দর্শকদের প্রশংসা আর আ‌র্শিবা‌দে কে‌টে‌ছে পু‌রোটা সময়। চ্যা‌নেল প্রবা‌হের ব্যবস্থাপনা প‌রিচালক কাজী মাহফুজ রানার চমৎকার উপস্থাপনা আর শিশু‌দের সাব‌লিল প‌রি‌বেশনা মুগ্ধ ক‌রে‌ছে দর্শক‌দের। আগামী‌দি‌নের ক‌বি ও‌হি আর জা‌রি‌ফের যৌথ আবৃ‌ত্তি যেন তার মা‌ জেস‌মিন বন্যার প্র‌তিচ্ছ‌বি । আগামী দি‌নের সাংস্কৃ‌তিক অঙ্গ‌নে আ‌লো ছড়া‌বে প্রত্যাশা নি‌য়ে দর্শক‌দের নানা প্রশংসা মি‌শ্রিত মুগ্ধ করা ক‌মেন্টসগু‌লোও মন কে‌ড়ে‌ছে সবার। দর্শক‌দের দা‌বি এধর‌নের শিশু‌দের নি‌য়ে আ‌রো অনুষ্ঠান হ‌লে তা‌দের প্র‌তিভা বিক‌শিত হ‌বে।