চ্যানেল প্রবাহের আয়োজনে ভেনিসের মেস্ত্রে সান জুলিয়ানো পার্কে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত।

0
144

ইতালির ভেনিস থেকে প্রচারিত চ্যানেল প্রবাহের আয়োজনে ভেনিসের মেস্ত্রে সান জুলিয়ানো পার্কে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত।

চ্যানেল প্রবাহ নিউজ ডেস্ক :

________________________________________

দেশের সীমানা পেরিয়ে ,প্রবাসের মাটিতে ইতালির জল কন্যা ও বিশ্বের অন্যতম পর্যটন নগরী রূপসী ভেনিসের সান জুলিয়ানো পার্কে বাংলার সাংস্কৃতি , বাংলার কৃষ্টি কালচার ও নানা রকমের

পিঠা পরিবেশনের মাধ্যমে গতকাল রবিবার চ্যানেল প্রবাহের আয়োজন দেশি-বিদেশি সকলের দৃষ্টি কেড়েছে। চ্যানেল প্রবাহ্ এর ব্যবস্থপনা পরিচালক কাজী মাহ্ফুজ রানা ও সহ ব্যবস্থাপনা পরিচালক সোহেলা আক্তার বিপ্লবী ,

প্রধান  পৃষ্ঠপোষক শাইখ আহমেদ সহ চ্যানেল প্রবাহ পরিবারের সকলের সহযোগিতায় সুন্দর অনুষ্ঠানটি উযাপিত হয়। পিঠা উৎসবে অংশগ্রহণকারী মহিলাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেন চ্যানেল প্রবাহের সাবেক প্রধান উপদেষ্টা ও ইতাল বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান জনাব মনোয়ার ক্লার্ক ও চ্যানেল প্রবাহের বর্তমান প্রধান উপদেষ্টা ও মানবতার ফেরিওয়ালা মোবারক হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসের মানবিক সামাজিক ও আঞ্চলিক সংগঠন সহ ভেনিসের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভেনিস বাংলা স্কুলের সভাপতি জনাব সৈয়দ কামরুল সারোয়ার, ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি কাজী আব্দুল্লাহ আল বাকী রোনক, নরসিংদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য বেল্লাল হাসাইন,

কিশোর গঞ্জ জেলা সমিতির সভাপতি তাজুল ইসলাম, বৃহত্তর ঢাকা ভেনিসের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ , শিল্পী আবুল কালাম আজাদ, চ্যানেল প্রবাহের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, চ্যানেল প্রবাহের সহ বার্তা সম্পাদক ফয়সাল আহমেদ , রুনু আক্তার , সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, মেহেরুন নেসা‌ মলি সহ আরও অনেকে।

।যমুনা টিভি,আর টিভি, বাংলা ভিশন, সময় টিভি, বাংলা টিভি কালের কণ্ঠ, বঙ্গ টিভি সহ অসংখ্য মিডিয়া ও সংবাদ কর্মীদের উপস্থিতি প্রোগ্রামটি প্রাণবন্ত করে তোলে।ভেনিস বাংলা মিউজিক স্কুলের শিল্পী বৃন্দের গানে গানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান। কোমলমতি শিশুদের নানারকম খেলাধুলা মন ভরে উপভোগ করছিল‌ উপস্থিত উৎসুক জনতা। সবশেষে কুপন ড্রয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।