কবিতা :হে কবি, রচনা : কাজী মাহফুজ রানা

0
116

হে কবি,
কাজী মাহফুজ রানা
✍️✍️✍️✍️✍️✍️✍️

বিপ্লবী ,বিদ্রোহী, দেশপ্রেমী কবি।
তব কলমে হার মানে সবি।।
কলম তো নয় তোমার‌ই হাতে
শেরে আলীর জুলফিকার।।
লেখনীর তাপে থরথরে কাঁপে
সন্ত্রাসী- চাঁদাবাজ , ইভটিজার।
হে কবি , তোমার দ্রোহের কবিতা –
ভাঙে নীরবতা! ভাগে পাপাচার।
তোমার বজ্র হুঙ্কার কেঁপে উঠে বারবার
যত ক্যাসিনো, নারীবাজ আড্ডা , ডিস্কোবার।

তুমি নও ভীতু
তুমি অগ্নিমুখে ছুটে চলা ধূমকেতু।
তুমি সাহসী বীর, এ ধরীত্রির।
সত্য বলিতে থামে না তব কন্ঠ –
ন্যায়ের তরে সদা গর্জে উঠো।
তুমি অন্যায়ের সাথে আপোষহীন
যথা অনিয়ম তথা বিস্ফোরিত ক্রোধ।
হে কবি ,তোমার কলমে ঝরে বারুদ।
তোমার কলম দলিতদের কথা বলে
তোমার কলম ,গডফাদারদের পর্দা খুলে।।

হে কবি, যারা রাজাকার, করে ব্যভিচার
দেশ ও জাতির সাথে ।
দেশ রসাতলে গেলেও তাদের যায় কি তাতে ?
তোমার কলম দেয়নি ছাড় ,তাদের হয়েছে বিচার।
ওই রাজাকারদের বিচার হলো ফাঁসিতে।
যারা গাদ্দার ,তারা রাখেনা বাঁচার অধিকার।।
তোমার কলম কথা বলে মানবতার।।
কতো আছে বহুরূপী জনপ্রতিনিধি
ওরা সেবক, ওরা ধর্ষক, ওরা ডাক্তার ওরাই ব্যাধি।
হে কবি,তোমার কলমের শব্দবোমায় ধ্বংস হলো সবি।

যখন নিপীড়িতের বুকে আছড়ে পড়ে জুলুমের আম্ফান
ধর্ষিতা মায়ের চাক্ষুষ সাক্ষী বে- বস সন্তান
অসহায় নারীর আর্তনাদে উথলে উঠে সাগর ,
গর্জে বুলকান।
খোদার আরশ কাঁপিয়া উঠে রুখে না নাফরমান।
হে কবি তোমার সাহসী কলমের কালি
চিহ্নিত করেছে সমাজে কারা বেইমান
কোথায় লুকিয়ে আছে ধ্বংসীয় চুরাবালি।