কবিতা – নীল চুড়ি
কবি -সাবিনা সিদ্দিকী শিবা
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””'””””””‘
ইচ্ছে করে পড়ি হাতে
নীল কাঁচের চুড়ি।
আবার ভাবি আমি এখন,
বয়সে নইতো ছুড়ি।
চুড়ি পড়ার বয়স আমি,
হারিয়ে অনেক আগে।
গুনে দেখি বেলা গুলো,
চলছে অনু রাগে।
নীল শাড়ি, আর নীল চুড়ি,
নীল কানের দুল।
প্রতিটি মেয়ের সৌন্দর্যের,
কারণ ছিলো মূল।
সাতটি রং-এর মাঝে আমার,
নীলটা প্রিয় আজ-ও।
থলে থলে সাজানো এখন,
খুলিনি শাড়ির ভাজ-ও।
আলমারিতে শাড়ি গুলো,
গুমরে কাঁদে কত।
এক জীবনে আছে স্মৃতি,
আজও শত শত।
বয়সের ভারে শরীর প্রবীন,
মনটা আজও অবুঝ।
নীলের থেকে চোখ সরিয়ে,
পছন্দ এখন সবুজ,,,,