ইতালীতে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ শুরু। …………………… জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ :
বিপুল আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এ বছর ও শুরু হয়েছে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ । গত রবিবারইতালীর ভেনিসের মেসএে কাম্পাল্তো মাঠে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের উদ্ভোধন করেন কারপেনেদো মিউনিসিপালিটি র কাউন্সিল আন্দ্রেয়া গ্যানসো । উদ্ভোধনী খেলায় অংশ নেন পর পর দুইবার চ্যাম্পিয়ান এন টি এস মসএে বনাম আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিস। টসে জিতে প্রথমে ব্যাট করেন এন টি এস মেসএে। ১৬ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান করে।
জবাবে আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিস সব উইকেট হারিয়ে ১০১ রান করেন। উক্ত টুর্নামেন্ট এ ৯৫ রান করে রহিম ম্যান অফ দি ম্যাচ হন। এবং আল আমিন ৩ উইকেটে ৪২ রান করেন । ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত থেকে বক্তব্য রাখন , ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ,
ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্হাপনা পরিচালক আবু তাহের , নূর আলী পাঠান , সোলেমান হোসেন , কাজী , আবুল সিকদার , এরফান মিয়া , তাজুল ইসলাম , মজিবর সরকার , কামরুল হাসান রাসেল , জাহাঙ্গীর আলম , মোস্তাক আহম্মদ , আমিনুল হাজারী , শরীফ আহম্মেদ , উদ্দিন আক্তার , হান্নান মিয়া , নাসির উদ্দিন পান্না , সুরাইয়া আক্তার , তাওহিদুর রহমান , আমির হোসেন , আফাই আলী , নূরে আলম , ইফতেকার সেতু সহ অনেকে ।
ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী যখন খেলোয়ার দের সাথে মাঠে নামেন সে সময়কার টি সার্ট গুলো প্রদান বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাস বিডি ডট নিউজের সম্পাদক ও প্রকাশক সাঈদ মো: রিয়াজ । উদ্ভোধনী অনুষ্ঠানে তরুন প্রজন্মের উদ্যােশে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ সারোয়ার বলেন , ভাত্রীত্ব বোধ বজায় রেখে খেলা সম্পন্ন করতে হবে যাতে প্রবাসে আমাদের শুনাম অক্ষুন্ন থাকে ।