ইতালিতে ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ অনুষ্ঠিত।

0
1781

ইতালিতে ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ অনুষ্ঠিত।

নুরে আলম ভূঁইয়া – চ্যানেল প্রবাহ , ভেনিস :

দীর্ঘ তিন মাস অক্লান্ত পরিশ্রম করে সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ। উক্ত টুর্ণামেন্টে ২০টি দলের অংশগ্রহণ ছিল । ১৩/১০/২০১৯ রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন এন.টি.এস মেস্ত্রে বনাম মনফালকোন ক্রিকেট ক্লাব।


টসে জিতে মনফালকোন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ১৬ ওভারে খেলে ১১৫ রানের টার্গেট দিয়েছেন। জবাবে এন.টি.এস ব্যাট করতে নেমে বিশাল চাপের মুখে পড়ে যায়। মিডল অর্ডার নেমে সজীব এবং রহিম অসাধারণএক পার্টনারশিপ করাতে দলকে আর বিপদে পড়তে হয়নি উক্ত খেলায় ২ উইকেটে জয়লাভ করেন।

এন.টি.এস মেস্ত্রে উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন রহিম, অসাধারণ ব্যাট করে ৪৫ রান করেন অল্প বল খরচ করে। ম্যান অফ দ্যা ম্যাচ এর উপহার হিসাবে একটি ৩২ ইঞ্চি টেলিভিশন দিয়েছেন ভৈরব সমিতির পক্ষ থেকে। পুরস্কারটি হাতে তুলে দিয়েছেন ভৈরব সমিতির সভাপতি সোলেমান হোসেন এবং আপন।
আম্পায়ারের দায়িত্বে ছিলেন ভেনিস বাংলা স্কুলের ক্রীড়া সম্পাদক (আফাই আলী) সহ-ক্রীড়া সম্পাদক মোঃ নুরে আলম ভূঁইয়া।


টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন এন.টি.এস. দলের আলামিন এবং রাজিব তাদের দুজনের ব্যবধান কাছাকাছি হওয়াতে ভেনিস বাংলা স্কুলের কমিটি বৃন্দ বিশেষ বিবেচনা করে এ দু’জনকেই ম্যান অব দ্যা সিরিজ হিসেবে ঘোষণা করেছেন।ম্যান অব দ্যা সিরিজ হিসেবে একটি আকর্ষণীয় কম্পিউটার দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লার কৃতি সন্তান ইতালি ভেনিস প্রবাসী জনাব মনোয়ার ক্লার্ক নিজ হাতে উপহারটি তুলে দিলেন।


টুর্নামেন্টের সর্বোচ্চ রানের অধিকারী অর্জন করেছেন ভাই বন্ধু একাদশের (তনু)সর্বোচ্চ রানের অধিকারী হওয়াতে ভৈরব পরিষদের পক্ষ থেকে একটি আকর্ষণীয় বাইসাইকেল পুরস্কার দিয়েছেন। পুরস্কারটা হাতে তুলে দিয়েছেন মোবারক হোসেন এবং সানি ভৈরব পরিষদের।যিনি হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি হলেন (সেতু)এন.টি.এস দলের। সর্বোচ্চ উইকেট শিকারি হওয়াতে। জনদরদী বিশিষ্ট সমাজসেবক ভৈরব পরিষদের সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জের কৃতি সন্তান জনাব মোবারক হোসেন তাকে একটি আকর্ষনীয় মোবাইল নিজ হাতে তুলে দেন।উক্ত টুর্ণামেন্টে স্টাইলিশ প্লেয়ার হিসেবে নির্বাচিত হন।( সজিব মিয়া) সেরা ক্যাচ এর পুরস্কার অর্জন করেন ইমরান।


সর্বোচ্চ ছক্কার পুরস্কারটি অর্জন করেন জাবির।সেরা দর্শকের পুরস্কার অর্জন করেন বন্ধুমহল সংগঠন মেস্ত্রে। পুরস্কারটি ছিল ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে।
ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি এবং দুই দলের খেলোয়াড়দের ১৫ টি করে মোট ৩০ টি ম্যাডল এবং পরিচালনা কমিটি দের ট্রফি ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে এ সকল পুরস্কার দিয়েছেন

** টুর্নামেন্টের আয়োজক ছিলেন –
ভেনিস বাংলা স্কুল।

সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন –
* বাংলাদেশ সমিতি ভেনিস ইতালি
* ভৈরব পরিষদ সংগঠন ভেনিস ইতালি
* ভৈরব সমিতি ভেনিস ইতালি
* ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ভেনিস ইতালি
*আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিস ইতালি।

*আল মদিনা বাংলা মিষ্টি ঘর।জিল্লু প্রদান ভেনিস ইতালি।
* বাংলা ফাস্ট ফুড কবির খান ভেনিস ইতালি
* যাতায়াত সার্ভিস ছিলেন।আক্কাস মিয়া।
* শরীয়তপুর ভেনিস ইতালি।খেলা পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন।

খেলা পরিচালনায় ছিলেন।
মোঃ আল আমিন ভুইয়া, মিয়া হাবিব। সুমন মিয়া। মুরাদ ও আরিফুল ইসলাম (দিপু)

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
উপস্থাপনা করেন –
সোহেলা আক্তার বিপ্লবী ও আশিক পলস।

খেলায় উপস্থিত ছিলেন: ভেনিস বাংলা স্কুলের সভাপতি (সৈয়দ কামরুল সারওয়ার)।

উপস্থিত ছিলেন (হান্নান মিয়া ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা)
(পলাশ রহমান উপদেষ্টা ভেনিস বাংলা স্কুল)

(নাসির উদ্দিন পান্না, জয়েন্ট সেক্রেটারি ভেনিস বাংলা স্কুল)

(সুরাইয়া আক্তার সহকারি শিক্ষিকা ,ভেনিস বাংলা স্কুল)
(দিলরুবা জামান সহকারী শিক্ষিকা ভেনিস বাংলা স্কুল)
মেহেরুন নেসা মলি , সহকারি শিক্ষিকা ভেনিস বাংলা স্কুল।

এন.টি.এস.মেস্ত্রে টিম ম্যানেজার (জনাব সোলায়মান হোসেন ও
মন ফালকোন ক্রিকেট ক্লাবের টিম ম্যানাজার
(হামিম)
দুজনের পক্ষ থেকে ভেনিস বাংলা স্কুলের সকল সদস্যবৃন্দের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

পরিচালনা কমিটি এবং উপস্থিত সামাজিক অঙ্গসংগঠনের সকলকে ও উপস্থিত দর্শকদের
এবং উক্ত টুর্ণামেন্টে বাকি আরো ১৮ দলকেও
ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।