কবিতা:  ও মেয়ে     , কবি পাপড়ি চ্যাটার্জ্জী

0
4208

  কবিতা:  ও মেয়ে
     কবি পাপড়ি চ্যাটার্জ্জী

***********************************

ও মেয়ে তোর স্বপ্নগুলো বেচবি নাকি,
শরীর বেচিস যেমন রাতে
একফালি চাঁদ ঘরের চালে জ্যোৎস্না যখন
মিথ্যে হাসে,
নীরব যত বুকের আঁচড়, মাংসলোভী সোহাগ করে
জলের দরে সুখ কিনতে নাগর তখন নিলাম হাঁকে৷
শরীর দামী, মনের থেকে পরখ করে তবেই কেনা
লালচে নেশায় কামার্ত চোখ, শয্যা সাজে রাতবাসরে৷

ও মেয়ে তোর স্বপ্ন বুঝি বন্দী রাখিস মন-গরাদে
মিথ্যে সুখের আঁচল দিয়ে কান্না ঢাকিস স্বামীর বুকে৷

রং বেরঙের স্বপ্নগুলো গুদোমঘরে হাঁপিয়ে ওঠে, শ্যাওলা ঘেরে,ভিজবে বলে বায়না ধরে,
একলা দাঁড়ায় ব্যালকনিতে
মেঘবালিকা মেঘের বুকে হঠাৎ যখন আঁছড়ে পড়ে৷
মনের তুফান থামিয়ে রেখে ঝরাপাতায় গল্প বোনে৷

অভিমানী স্বপ্নগুলো মিশে যায় বেনামী খেয়ালে
ও মেয়ে তুই , কবিতা হোস, স্বপ্ন বেচিস চোখের জলে৷