কবিতা :প্রিয় নবী (সাঃ)
ইমাদ উদ্দিন হাসান
আঁধার যুগে আলো হয়ে
এসেছিলেন মহানবী,
পৌঁছে দিছেন মোদের কাছে
হাদীস, কুরআনের বাণী।
এতিম হয়ে জন্মেছিলেন
মোদের প্রিয় নবী,
তিনি যদি না হতেন সৃষ্টি
হতনা এই ভুবন সবি।
শিশু বয়সে নবী মুহাম্মদ
পেয়েছেন আল আমীন উপাধি,
ছোট থেকেই তিনি ছিলেন
মহা সত্যবাদী।
চল্লিশ বছর হল যখন
পেলেন তিনি নবুওয়তী,
তখন থেকে শুরু হল
দ্বীনের কাজের দাওয়াতী।
দাওয়াত দিতে গিয়ে
করেছেন অনেক কষ্ট,
দ্বীন যারা মানেনি
হয়েছে তারা পথভ্রষ্ট।
তাঁর উম্মত হয়ে আমি
হয়েছি যে ধন্য,
আমি যে আর
চাইনা কিছু অন্য।
মন যে আমার হয়েছে ব্যাকুল
দেখবে বলে তোমায়,
কবে পাবো দেখা আমি
আছি যে আশায়।