” সাহিত্য প্রবাহ সাপ্তাহিক সেরা “
(২৫ / ০৩/২০১৮)
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
মহান স্বাধীনতার এ মাসে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা , ভালবাসা ও দোয়া প্রার্থনা করছি। আরো বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি বাংলা মায়ের বীর মুক্তিযোদ্ধাদের যারা বিজয় ছিনিয়ে বিশ্বের বুকে গেঁথে দিলেন লাল
সবুজের পতাকা।
সাহিত্য প্রবাহ কে যাঁরা তাঁদের লেখায় নিয়মিত সমৃদ্ধ করে চলেছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞ।
এ সপ্তাহের সেরা এডমিন , সেরা লেখক ও সেরা কবিদের সনদপত্র সহ নাম ঘোষনা করা হলো—-
☆☆ সেরা এডমিন
কবি এমডি মিজান
☆☆ লেখক : পূরব ব্যানার্জী
জীবন কাহিনী “স্টিফেন হকিন্স”
☆☆ কবি- মুহাম্মাদ হারুনুর রশীদ
কবিতা- গন্ধরাজ
☆☆ কবি – মো. মোস্তফা কামাল
কবিতা – স্বাধীনতা মহার্ঘ
☆☆ কবি – স্বপন কুমার রায়
কবিতা – আহ্বান
সর্বদা সাহিত্য প্রবাহের পাশে পাবার প্রত্যয় ব্যক্ত করে বিজয়ী সাপ্তাহিক সেরা এডমিন ও সাপ্তাহিক সেরা কবিদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছান্তে –
☆ সাহিত্য প্রবাহ নির্বাহী কমিটি ☆