সাহিত্য প্রবাহ সাপ্তাহিক সেরা- ১৮/০৩/২০১৮

0
1388

সাহিত্য প্রবাহ সাপ্তাহিক সেরা- ১৮/০৩/২০১৮

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

স্বাধীনতার মাসে নাচে হৃদয় উল্লাসে
আনন্দ সুখের ধারায় সারা বাংলা ভাসে “

হে বন্ধুগণ –
এ মহান স্বাধীনতার মাসে খুশির জোয়ারে ভাসছে বাংলা, ভাসছে সাহিত্য প্রবাহ।
প্রতিদিন নতুন নতুন কবিদের পদচারণায়
লিখনীর ঝঙ্কারে , ঘরে রাখা দায় আজ প্রাণটারে , কারণ আজ ঘোষণা হচ্ছে
এ সপ্তাহের সেরা বিজয়ীদের নাম।
আসুন দৃষ্টি রাখুন, হয়তো এখানে আপনার ও নাম আছে –

★ সেরা লেখক — তুষার চক্রবর্তী
বড় গল্প- প্রতিশোধ

★কবি– পুলক কুমার বেরা
কবিতা– দিনরাত ট্রেনের সাথে বাত

★কবি– মধু চন্দ্র
কবিতা- হে পিতা ,তোমার জন্মদিনে।

★কবি– ফাতীমা কবীর
কবিতা– ভাঙনের শব্দ শোনা যায়

★কবি– ফেরদৌস
কবিতা- বাস্তবতা

সমস্ত বিজয়ী কবিদের অনেক অনেক আন্তরিক অভিনন্দন , সাফল্য কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । সর্বদা আমাদের আমাদের পাশে থাকুন, মনোরম ঔ স্বচ্ছ সাহিত্য চর্চায় সহায়তা করুন।

           ধন্যবাদান্তে
” সাহিত্য প‍্রবাহ নির্বাহী কমিটি “