সাউথ কলকাতার নাকতলা’র একজন উদীয়মান
সঙ্গীতশিল্পী শ্রাবণী সমাদ্দার মজুমদার।
চ্যানেল প্রবাহ ডেস্ক রিপোর্ট :
সঙ্গীতশিল্পী শ্রাবণী সমাদ্দার মজুমদার সঙ্গীত প্রেমীদের এ সময়ের একজন প্রিয় ও চেনা মুখ। তার বাড়ি ভারতের সাউথ কলকাতার নাকতলায়।
বাড়িতেই গানের পরিবেশ, তাই সঙ্গীতের পরিবেশেই বড় হওয়া। মা হলেন একজন সঙ্গীত শিল্পী এবং প্রাচীন কলা কেন্দ্রে সঙ্গীতের সকল বিষয়ের অধ্যাপিকা। তাই মা ই হলেন প্রথম এবং বর্তমান গুরু (শ্রীমতী সুধা সমাদ্দার)। পরবর্তী কালে পণ্ডিত শ্রী জয়ন্ত সরকারের কাছ থেকে ৯ বছর শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। এবং বেঙ্গল মিউজিক কলেজ থেকে বাংলা গান নিয়ে মাস্টারস্ করেন ও সেখান থেকে 1st ক্লাস 1st হয়ে মিউজিক নিয়ে B. Ed. করে ও 1st ক্লাস নিয়ে পাশ করেন।
এরপর মিউজিক শিক্ষিকা হিসেবে কেন্দ্রীয় বিদ্যালয়ে কন্ত্রাকচুয়াল টিচার হিসেবে যোগদান করে ১ বছর সফলতার সহিত কাজ করেন। বর্তমানে শিল্পী শ্রাবণী সমাদ্দার মজুমদারের একটি মিউজিক ইন্ত্রিটিউশন আছে তার নাম “শ্রাবণী একাডেমী অফ কালচার” আর এই ইন্ট্রিটিউশন এর সঙ্গে যুক্ত একটি স্টুডিওতে করোনা কালীন দুঃসময়ে ও করোনা নীতিমালা মেনে ট্রেনিং আর রেকর্ডিং এর কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি সুরকার এবং গীতিকার হিসাবে অনেক গানে বেশ ভালো ভাবেই কাজ করেছেন।
https://youtube.com/c/SrabaniSamaddarMajumder
https://youtube.com/channel/UC6SYDWp5ftKlkePCmvsvOPA
শ্রাবণী সমাদ্দার মজুমদারের গানগুলি এই দুটো চ্যানেল এ পাওয়া যায়। শুভাকাঙ্খীদের জন্য
উপরে লিঙ্ক গুলো দেয়া হলো ।।