শান্তিপূর্ণভাবে শেষ হলো নোয়াখালী সদর উপজেলা নির্বাচন চেয়ারম্যান জেহান ভাইস চেয়ারম্যান রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা

0
1695

রাশেদুল হাসান রাশেদ,নোয়াখালীঃ

পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলায় প্রথম বারের মতো ইভিএম এ ভোট নেয়া হয়েছে। ইভিএম-এ দ্রুত ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা।

এবারের ভোট দেয়ায় অভিজ্ঞতা ভিন্ন ভোটারদের। লম্বালাইন নিমেষেই মিলিয়ে যায়। ছিলো না দীর্ঘক্ষণ অপেক্ষার যন্ত্রণা। আর এটি ‘স্বচ্ছ পদ্ধতি’ বলেও মনে করেন তারা। এ নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও ভোটের স্বচ্ছতা নিয়ে কোন প্রার্থী প্রশ্ন তুলতে দেখা যায়নি।

মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম সামছুদ্দিন জেহান বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। ভাইস চেয়ারম্যান পদে মো. নুর আলম ছিদ্দিকী রাজু তালা প্রতীকে (স্বতন্ত্র) ২৬ হাজার ৮২১ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বক্কর মো. ছিদ্দিক মাইক প্রতীকে (স্বতন্ত্র) ৪ হাজার ১৬৩ ভোট পেয়েছেন। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফা মমিন পদ্মফুল প্রতীকে (স্বতন্ত্র) ১৪ হাজার ৬০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জান্নাতুল ফেরদাইস মুক্তা ফুটবল প্রতীকে (স্বতন্ত্র) ১২ হাজার ৪০৪ ভোট পেয়েছেন।

জেলার সদর উপজেলার ১৩১টি ভোট কেন্দ্রের ৯৬৩টি বুথে ৩ লক্ষ ৭৪ হাজার ৮ শত ভোটার (নারী-পুরুষ) ভোট দেওয়ার কথা থাকলে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬ হাজার ৯৩২জন ভোটার।

উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার বেসরকারীভাবে নির্বাচনের ফলাফল নিশ্চিত করে বলেন ইভিএম- এর কারণে নির্বাচন শান্তি পূর্নভাবে শেষ হয়েছে।