ভেনিসের C. Battisti নার্সারি ও প্রাইমারিতে
মুসলিম ছাত্র ছাত্রীদের খাবারে হালাল মাংস রাখতে অভিভাবকদের পক্ষ থেকে আবেদন।
কাজী মাহফুজ রানা, চ্যানেল প্রবাহ :
ইতালিতে নার্সারি ও প্রাইমারিতে যে ছাত্র ছাত্রীরা ফুল টাইম ক্লাস করে এক সময় বাসা থেকে টিফিনে করে খাবার নেয়ার সুযোগ থাকলেও বর্তমানে শুধু আমেছ এর মাধ্যমে মেনছা ( বিরতির খাবার) খেতে হচ্ছে ছেলে মেয়েদের। এই খাবার তালিকায় গরু,মুরগি ও শুকরের মাংস আছে। গরু , কিবা মুরগির মাংস থাকলেও তা মুসলিম ধর্মীয় নীতিতে জবেহ্ করা না হওয়াতে এ হারাম মাংস খেতে পারছে না কেউ।
অতএব ভেনিসের মেস্ত্রে C.Battisti নার্সারি ও প্রাইমারিতে স্কুলের মুসলিম অভিভাবকদের নিয়ে বাঙালী কমিউনিটির নেতা ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার মেনছা খাবারে হালাল মাংস রাখতে স্কুল কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানান।
তিনি কর্তৃপক্ষের নিকট আহ্বান করে বলেন –
” আমরা আপনাদের দেশে ইতালিতে এদেশের আইন কানুন, নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে
আমাদের সন্তানদের হালাল মাংস খাবারে অপশন রাখতে কেবল আবেদন ও অনুরোধ জানাচ্ছি।
আমরা কোন মামলা কিবা আইনি কোন রকম প্রোটেস্ট করছি না। আমরা বিশ্বাস রাখি আমাদের সন্তানদের খাবারের কথা আপনারা নিশ্চয়ই ভাববেন ”
তাছাড়া যেসব ছেলে মেয়েরা ইতালিতে জন্ম নেওয়ার পর অভিভাবকদের সাথে নিজ দেশে চলে গিয়ে দীর্ঘদিন সেখানে থেকে ইতালিতে ফেরার পর ভাষার বিড়ম্বনায় পড়েন তাদের জন্য ইতালিয়ান শিক্ষার বিশেষ ব্যবস্থা রাখার দাবি জানান।