ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি, মো. আবুল হাসান।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম সূচিত্রা রাণী । সে রাণীশংকৈল উপজেলার পূর্ব বাচোর গ্রামের পবিত্র কুমারের স্ত্রী।
গৃহবধূর শ্বশুরবাড়ি সূত্রে জানা গেছে,গত ১১ মে রোজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়ির শোবার ঘরের সরের বাঁশের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সূচিত্রা রাণী।
তবে এ ব্যাপারে সূচিত্রা রাণীর বাবা-মায়ের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানা পুলিশের এসআই আহসান হাবিব জানিয়েছেন এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
ওসি খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে