জলকন্যা ভেনিসের জলে ঝলমলে ঐতিহ্যবাহী আতশবাজির ঝলক।
কাজী মাহফুজ রানা , ভেনিস, ইতালি।
““““““““““““““““““““““““““““““““`
গতকাল শনিবার ১৭ জুলাই রাতে ভেনিসে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী আতশবাজি উৎসব “রেদিনতরে”। ১৫৭৫ -১৫৭৭ সালে” প্লেগ” মহামারিতে ভেনিসে প্রায় ৫০ হাজার মানুষ মারা গেলে সেই মৃতদের স্মরনে এই অঞ্চলের জিউডেক্কা দ্বীপে ফ্রান্সিসকান কনভেন্ট দ্বারা ” ১৫৭৬ সালে প্যালাডিয়ান চার্চের নির্মাণ হয় । ১৫৭৬ সাল থেকে জুলাই মাসের তৃতীয় রবিবারের প্রথম মিনিটের প্রথম সেকেন্ডে এই রেদেন্তরে বা আতশবাজি উৎসবটি শুরু হয়।
সেই থেকে প্রতিবছর বেদনার স্মৃতি গাঁথা এই উৎসবটি কালক্রমে সময়ের পরিক্রমায় ভেনিসিয়ানদের কাছে একটি প্রিয় উৎসবে পরিণত হয়ে উঠে । দিনে দিনে এই উৎসব ভেনিসের স্থানীয় জনগণের ঐতিহ্যবাহী উৎসবে ব্যাপক পরিচিতি পায়।গতকালের এই উৎসবে ৮০ জন নাগরিক সুরক্ষা স্বেচ্ছাসেবী নিযুক্ত ছিল ।
ভেনিসের মেয়র, লুইজি ব্রুনারো এবং পপ ফ্রান্সেস্কো মোরালিয়ার মাধ্যমে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রেদেন্তর সেতুর উদ্বোধন জেড্তেরকে জিউডেকা দ্বীপের চার্চ অব দি রেডেন্টোরের সাথে সংযুক্ত করা ছিল অত্যন্ত আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ মূহূর্ত। যা আতশবাজি উৎসবটিতে পরিপূর্ণতার সহায়ক।