কবিতা : শান্তির ঘুম, কাজী মাহফুজ রানা

0
225

শান্তির ঘুম
কাজী মাহফুজ রানা
================

ঝড় ঝঞ্ঝা বজ্রপাত
মাঝি করে বাজেমাত
বৈরী ঢেউয়ে তৈরী থাকে
করতে কি হয় তৎক্ষনাত
কখনো বৈঠা বায়
কখনো ফেলে নোঙর
ডিঙ্গির সব সঙ্গীদের
পৌঁছিয়ে দেয় বন্দর

সোনার বাংলার কিস্তিখানা
ফিরছে ঠিক‌ই কিনারায়
রক্তে স্বাধীন আনলো যারা
পরাধীনতার দীর্ঘশ্বাস
ফেলছে আজ তিনারাই।
মুক্তিযোদ্ধা ভিক্ষা করে
রাষ্ট্র নেয়না খবর
স্বাধীন দেশেই স্বাধীনতা ও
গণতন্ত্রের কবর !!

মুক্তিযোদ্ধের চেতনার
করছো শুধুই গলাবাজি
ভোটকেন্দ্র দখল নিয়ে
দেশ চলেনা মাতাজি।
জনগণের মনের কথা
শোনতে হবে কানপেতে
মায়ের বুকে আঠারো কুটি শিশু
তবেই ঘুমাবে শান্তিতে।