আলো ছায়া
কবি আঁখি ইসলাম জুঁই
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
আজ হাঁটতে হাঁটতে হারিয়ে গেছি
আজানা এক পথে,,
আলো আর ছায়ার মাঝে।
আজ চলার পথে দেখেছি অনেক কিছু
দেখেছিলাম তোমায়,,
সেই দিন তোমার কাছে রেখে ছিলাম
কিছু কথা,,কিছু হাসি,,
আর এক বুক দুঃখ।
ভিজে গিয়ে প্রাণটা জোড়ায়
শিশির জল ভেজা কুয়াশায়।
সূর্য যখন আলো বিলিয়ে দেয়
তুমি তেমনই মিথ্যে হাসি দিয়ে
ভুলিয়ে দিলে আমায়।
হারিয়ে গেছি আমি তোমার প্রেমের টানে
তৃষ্ণার পিপাসায় পাগল হয়ে,,
বসে আছি তোমার অপেক্ষায়,,
বসে আছি তুমি আসবে বলে।
আমি আজ আঁকা বাঁকা পথে হেঁটে
ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছি,,
তোমার আশায়,,
আলো আর ছায়ার মাঝে,,
তোমায় ঘিরে।