কবিতা – অতৃপ্ত হৃদয়, কলমে – কাজী মাহফুজ রানা

0
186

অতৃপ্ত হৃদয়
কাজী মাহফুজ রানা
______________________________

অল্প-স্বল্প খুনসুটি ও মান-অভিমান
তুমি ছাড়া একাকিত্ব নরক সমান
তোমার খানিক বিরহ করেছে প্রমাণ
তুমি বিনা বিরান মনের উদ্যান
তুমি‌ই জান…. আমার জান।

বসন্তে ও অশান্ত অতৃপ্ত হৃদয়
যাবে নাতো হারিয়ে তাড়া করে সংশয় ।
অনেকটা পথ অনুসরণ করে কুড়িয়ে পেয়েছি মন
তোমার প্রেমের মরুভূমিতে কুয়া করেছি খনন।
যতদূর থাকো ধরে রাখো প্রিয়া প্রনয়ের বন্ধন।

যে সুখের তরে সিলেট থেকে বিলেত গিয়েছ উড়ে
সে সুখ আমার ঘর ভেঙ্গেছে ঠেলে দিয়েছে দূরে।
বস এর প্রেমে বেবস হয়ে পাশ কেটেছ মোরে
হৃদয়ে করেছ রক্তক্ষরণ প্রতারণার খঞ্জরে
কলিজা করেছ অঙ্গার ,আমার অন্তর পুড়ে।

টেমসের তীরে ভীনদেশীর প্রাসাদে
বাহুতে নিয়েছ ঠাঁয়
আজ নিজেরে বড্ড লাগছে অসহায়।
এ জীবন বয়ে চলার নেই কোনো শক্তি
আত্মহত্যা ছাড়া নেই কোনো উপায়।

কোনোদিন যদি আমারে ভাবো আপন
কবরে এসে রক্তজবা করিও রোপন।