এ সময়ের গণমাধ্যমে জনপ্রিয় লেখক ও কবি মারইয়াম জামিলা। চ্যানেল প্রবাহের সাক্ষাৎকার

0
1605

সাহিত্য প্রতিনিধি
শাহিন আলম
(চ্যানেল প্রবাহ)

বাংলা সাহিত্য হাটছে এখন উন্নয়নের দিকে। গণমাধ্যম ফেইসবুকে দেখা যায় অসংখ্য সাহিত্য সংগঠন। অসংখ্য গবেষক, ইতিহাসবিদ, সাহিত্য লেখক ও কবিদের যেমন আনাগোনা বাড়ছে।ঠিক তেমনিভাবে গণমাধ্যমে পরিচিত হচ্ছে ও জনপ্রিয়তা পাচ্ছে, অসংখ্য লেখক ও কবি সাহিত্যিকরা। সেই সময়ের তেমনি একজন সাহিত্যিক কবি ও লেখক মারইয়াম জামিলা।
গণমাধ্যম ফেইসবুক মেসেঞ্জারে কথা হয়েছে তার সাথে জানা হয়েছে অনেক অজানা বিষয়। কিভাবে তিনি আসলেন সাহিত্যজগতে? কে তাকে অনুভূতি জাগিয়েছে? জানা হয়েছে এসবকিছুৃ। এর পাশাপাশি জানা হয়েছে তার ব্যক্তিগত পছন্দ সহ নানান তথ্য কাহিনী।

চ্যানেল প্রবাহের পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলোঃ-
চ্যানেল প্রবাহঃ
আসসালামু আলাইকুম
মারইয়াম জামিলাঃ
ওয়ালাইকুম আসসালাম
চ্যানেল প্রবাহঃ
আমি আপনাকে অনেকগুলা প্রশ্ন করবো? সময় দেয়া যাবে!
মারইয়াম জামিলাঃ
তাই! কি রকম প্রশ্ন?
চ্যানেল প্রবাহঃ
আপনার সাহিত্য নিয়ে সেই সাথে ব্যক্তিগত পরিচয়?
মারইয়াম জামিলাঃ
ও আচ্ছা প্রশ্ন করেন, যতোটুকু জানানোর জানিয়ে দিব।
চ্যানেল প্রবাহঃ
আপনার পরিচয় টা প্রথমে দিলে ভালো হয়?
মারইয়াম জামিলাঃ
আমার নাম মারইয়াম জামিলা।
বাসা রংপুর, মাস্টার্সে পড়া শুনা করছি রাষ্ট্রবিজ্ঞানে।
চ্যানেল প্রবাহঃ
আপনি অবসর সময়ে কি করেন???
মারইয়াম জামিলাঃ
টুকটাক লিখালিখি আর ফেইসবুকিং।

চ্যানেল প্রবাহঃ
তার মানে আপনি সাহিত্য ভালোবাসেন। তাহলে আপনার প্রিয় বিষয় কোনটা?
মারইয়াম জামিলাঃ
গল্প! গল্প লিখতেও ভালো লাগে, আর পড়তেও, তবেও বেশ কিছুদিন থেকে গল্প কম কবিতা বেশি লিখছি।
চ্যানেল প্রবাহঃ
আপনার সাহিত্য জগতে আসার কারন কি?
মারইয়াম জামিলাঃ
নির্দিষ্ট কোন কারন নেই,
লিখালিখিটা শখের বশেই করি।
চ্যানেল প্রবাহঃ
আপনার প্রিয় লেখক বা কবি কোন ব্যক্তি?
মারইয়াম জামিলাঃ
আবুল আসাদ
এবং
নাসিম হিজাজী

চ্যানেল প্রবাহঃ
আপনার লেখা কবিতা বা গল্প দেখলাম অনেক জাতীয় প্রত্রিকায় প্রকাশ পেয়েছে। এগুলো কোন কোন প্রত্রিকা?
মারইয়াম জামিলাঃ
=>অগ্রবাণী প্রতিদিন
=>দৈনিক বায়ান্নর আলো
=>দৈনিক যুগের আলো
=>দৈনিক চাঁপাই দর্পন
=>দৈনিক সিলকো সংবাদ
চ্যানেল প্রবাহঃ
সেই সাথে প্রকাশ হওয়া কবিতা ও গল্পের নাম জানতে পারি কী?
মারইয়াম জামিলাঃ
গল্পঃ বাবার গর্ব

কবিতাঃ
স্বপ্ন বুনন
মনুষ্যত্বচ্যুতি
সততা
সমাজ গঠন
কুরবানি
জীবন তরী
পাষাণ ব্যাধি
ছোট্ট সোনা
বৃষ্টি
বৃষ্টির খেলা
চ্যানেল প্রবাহঃ
আপনি কি কোনো বই বের করেছেন বা বই প্রকাশ করিয়েছেন?
মারইয়াম জামিলাঃ
নাহ, একক কোন গ্রন্থ নেই, যৌথ গ্রন্থ আছে ৫ টি।
চ্যানেল প্রবাহঃ
সেগুলি কি কি?
মারইয়াম জামিলাঃ
=>অবেলার কাব্য
=>স্বপ্নের ক্যানভাস
=>কবির চোখে স্বপ্নতরী
=>কাব্যের ভেলা
=>শ্রেষ্ঠ কবির পথে নব প্রার্থী

চ্যানেল প্রবাহঃ
যারা নব্য লেখক ও কবি হতে চায়। আপনি তাদের ব্যপারে সাহিত্য নিয়ে কি কি পরামর্শ দিবেন?
মারইয়াম জামিলাঃ
লিখার জন্য আবদ্ধ কোন সীমা রেখা নেই,, একবারেই কেউ লেখক হয়ে উঠেনা,, সময়ের সাথে সাথে একজন লেখক পরিনত লেখকে পরিণত হয়,
লিখার পথে অনেক বাঁধাই আসতে পারে, সেগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে,
শিক্ষা বা জানার বা জ্ঞান অর্জনের কোন শেষ নেই..
সঠিক ভাবে সাহিত্যে মনোনিবেশ করলে সাহিত্যকে আকড়ে ধরে রাখলে সফলতা আসবেই।
এই বিশ্বাস টা মনের মাঝে রাখলে সফল হওয়া সম্ভব এবং সহজজতর হবে।
চ্যানেল প্রবাহঃ
আজকাল প্রায়শই শুনা যায় লেখা চুরি হচ্ছে। তো যারা অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেয়। তাদের ব্যপারে আপনি কি বলতে চান?
মারইয়াম জামিলাঃ
যাদের নিজস্ব কোন প্রতিভা নেই তারা অন্যের লিখা চুরি করে নিজের নামে চালিয়ে যে সম্মান অর্জন করতে চায়, তা সাময়িক, অন্যের লিখা বা প্রতিভা চুরি করে কেউ বড় হতে পারে না, আর এটা যখন প্রকাশ্যে আসে তাতে ঐ সাম্মান্য সম্মানির চেয়ে মানহানীর পরিমান অনেক বেশি থাকে, তাই এসব ত্যাগ করা উচিত।

চ্যানেল প্রবাহঃ
আপনি বর্তমানে কোনো সাহিত্য সংগঠনে আছেন কি? থাকলে সেটা কোন পদে?
মারইয়াম জামিলাঃ
হিলফুল ফুযুল সাহিত্য কানন (হিফুসাকা)
সাহিত্য সংগঠনে
মহিলা বিষয়ক সম্পাদক
চ্যানেল প্রবাহঃ
আপনার ব্যক্তিজীবনে কাওকে পছন্দ করেন?
মারইয়াম জামিলাঃ
নাহ,, তেমন কেউ নেই।